আমার লক্ষ-কোটি প্রশ্নঃ রাজার জন্যই কি রাজনীতি ?

লিখেছেন লিখেছেন মিষ্টার আলিফ ১২ এপ্রিল, ২০১৩, ০৪:৪২:০১ বিকাল



আজ একটি কথার হিসাব মেলাতে সত্যি পারছি না। রাজনীতি কিংবা রাজ্য সেবা অথবা রাজার সকল মৌলিক নীতি নিশ্চয় মানব জাতির সেবার লক্ষ্যে প্রনয়ন করা হয়ে থাকে। আজ আমি উদাসিন মনে ভাবছি রাজনীতি কিংবা এতসব মেকি আয়োজন কি ক্ষমতায় খাকার মহা উৎসব । নাকি অন্য কোন অদৃশ্য সত্তার খুশি-অখুশির ভাবনা থেকে বাকশালী মনভাব। আমি এখনো সদা ভাবি। রাজনীতি আসলে কি ? রাজ্য নীতিতে কি থাকতে হবে সত্য কথা বলতে পারবোনা। সত্য কথা লিখতে পারবেনা ? বুকের মাঝে সত্য লালন করতে পারবেনা? সত্যকে সদা চাষাবাদ করতে পারবেনা? সত্যের প্রতিযোগিতা করতে পারবেনা। মিথ্যার পিছু চললে রাজ্য সেবা ভুরিভুরি। সত্য বললে কিংবা লিখলে কারা বরণ করতে হবে? যদিও সত্যবাদীরা কারা বরণকে ভয় পায়না। তদানিন্ত সত্য বলায় রাজনীতিবিদরা কারাঅভ্যন্তরে খাকতে হবে। কোন বিরোধী রাজনীতি থাকতে পারবেনা। রাজার কোন সমালোচনা করতে পারবেনা। রাজার সকল নীতি হবে রাজ্য সভার কর্মনীতি। এটা যদিও হোক ইসলামের পক্ষে কিংবা বিপক্ষে। রাজার নীতির বিরোধী হলে সাহসী সৈনিক মাহমুদুর রহমানের মত রিমান্ড ভোগ করতে হবে । এটা কেমন রাজার নীতি। রাজার নীতি যদি রাজ্য সভায় শান্তি বিনাশ কারি হয় তবে রাজ্য নীতি কি পাল্টানো সমিচিন নহে। আমি আজো উত্তর খুজি ফিরি আকাশে- বাতাসে। উত্তর খুজি নীলাকাশের সাদা অবয়বে। উত্তর খুজি অতল পানির গহিন অতলে। কিন্তু হিসাব মিলাতে ভার ? আজো প্রতিক্ষণ হিসাব মেলাতে আমি অপেক্ষামান ?

বিষয়: বিবিধ

১০৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File